নিজস্ব প্রতিবেদক: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের নেতৃত্বে যশোরে কর্মরত গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন এটা কাম্য না। দেশে অসংখ্য সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সাথে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার সম্পাদক আমিনুর রহমান, প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লেখক গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরর সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদজামান, সাইফুল ইসলাম সজল ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিনসহ আরো অনেকে।
প্রসঙ্গত ৩১ ডিসেম্বর নড়াইল শেখ রাসেল সেতুর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশংকাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাআলো/এস