বিএনপির সমাবেশে সাংবাদিকদের হামলা চালায় নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপিকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত মানববন্ধনে এ আহবান জানানো হয়।
মানববন্ধনে জানানো হয়, শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে প্রায় ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। অনেক সাংবাদিকের গাড়ি, ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়েছে।
পুলিশ-সাংবাদিকদের দেখতে হাসপাতালে আ.লীগ নেতারা, যথাযথ বিচারের আশ্বাস
বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকেরা কোনো দলের কর্মী না। আমরা পেশাগত দায়িত্ব পালন করতে যাই। আপনারা (বিএনপি) দীর্ঘদিন সংসদে নেই, আপনাদের বাঁচিয়ে রেখেছে গণমাধ্যম। আপনারা এতো অকৃতজ্ঞ, এখন সাংবাদিকদের টার্গেট করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপনাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে বিএনপির কোনো নেতাকে প্রেসক্লাবে প্রবেশ করতে দেয়া হবে না।
বিএফইউজে সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেন, সাংবাদিকেরা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে। তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে যায়নি। তাহলে কেনো বিশেষ রাজনৈতিক দলের টার্গেটে পরিণত হয়েছে। তাদের সংবাদ সংগ্রহ করতে এতোজন সাংবাদিক আহত হয়েছে, বিএনপি এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ৭২ ঘণ্টার মধ্যে বিএনপি বিবৃতি দিয়ে ক্ষমা না চাইলে সংবাদ বর্জনের বিষয় আমরা বিবেচনা করবো।
স্বাআলো/এস