নিজস্ব প্রতিবেদক: যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারধরে ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে এ হামলার ঘটনা ঘটে।
এদিন শহরের দড়াটানা ভৈরব চত্বরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মুক্তিযোদ্ধারা সমাবেশ করে।
এরপর তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। তাদের সাথে ছিলো মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা।
আহত হয়ে ২০০ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে
ডিসি অফিস থেকে নেমে আসার সময় সেখানে উপস্থিত হয় কোটা বিরোধ আন্দোলনরত শিক্ষার্থীরা।
এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে। এতে ২০ জন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থীরা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।
স্বাআলো/এস