সাতক্ষীরায় নাজমা আক্তার (৩১) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে তালা উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা খাতুন সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের ওজিয়ার রহমান শেখের স্ত্রী।
সাতক্ষীরায় বাসচাপায় ২ যুবকের মৃত্যু
ওজিয়ার রহমান শেখ বলেন, তার স্ত্রী নাজমা আক্তার চারমাসের অন্তঃসত্ত্বা। শুক্রবার দুপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী মেহেদী হাসান, তার স্ত্রী ও মা আলোয়া খাতুন মিলে অন্তঃসত্ত্বা নাজমা আক্তারকে বেদম মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
তালা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোল্যা মোহাম্মদ সেলিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এস