Uncategorized

স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা, ৩ যুবক আটক

| October 16, 2023

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টায় তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার (১৬ অক্টোবর) কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইনস্টিটিউশন এলাকায় আসে। এ সময় দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে তারা। তবে অন্য শিক্ষার্থী ও স্থানীয়রা তিন যুবককে আটকে পুলিশের হাতে তুলে দেয়। তবে কয়েকজন পালিয়ে গেছে।

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়।

প্রবাসীর বউকে অপহরণকালে চেয়ারম্যানের ছেলে আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধায় তারা ব্যর্থ হয়েছে।

ওসি জানান, তিনজনকে আটক করে স্থানীয় ও শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়েছে শিক্ষার্থীরা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply