চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় শিশু (৬) ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের একটি গ্রামের ভদু মন্ডলের ছেলে। এ ঘটনায় মেয়েটির বাবা চৌগাছা থানায় মামলা করেছেন।
গত ২৮ অক্টোবর ধর্ষণ প্রচেষ্টার ঘটনা ঘটে এবং একই দিন শিশুটির পিতা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন৷ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে পুলিশ তাকে গ্রাম থেকে গ্রেফতার করে নিয়ে আসে।
শিশুটির বাবা লিখিত অভিযোগে বলেন, সেদিন দুপুর ১২টার দিকে গ্রামের মোজাম মোড়লের তেতুল গাছের নিচে তেতুল কুড়াচ্ছিলো মেয়েটি।
এসময় সেখানে থাকা জুয়েল রানা শিশুটিকে ২০ টাকা ও বকুল ফুল দেয়ার লোভ দেখিয়ে এক কিলোমিটার দূরের একটি বনে নিয়ে যায়। সেখানে তাকে বলে আসো আমরা একটা খেলা খেলি বলে তাকে ধর্ষণ চেষ্টা করে। এসময় জুয়েল শিশুটির জামা ও প্যান্ট ছিড়ে ফেলে। পরে মেয়েটি বাড়িতে যেয়ে মাকে বলার পর তিনি থানায় অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এসআই মেহেদী ও এসআই সৌরভ গাঙ্গুলির নেতৃত্ব পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে নিয়ে আসেন।
চৌগাছা থানায় গ্রেফতার জুয়েল রানা ঘটনার বিষয় স্বীকার করে বলেন, বকুল ফুল আর ২০টা দেয়ার লোভ দেখিয়ে তাকে দূরের একটি বাগানে নিয়ে গিয়েছিলাম।
থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা দ্বিতীয় কর্মকর্তা এসআই মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় ধর্ষণ প্রচেষ্টা মামলা করেছেন শিশুটির বাবা। আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান।
স্বাআলো/এস