শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো কোনো দলকেই আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়া হয়নি বলে জানা গেছে।
ওই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, এখন পর্যন্ত কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। আগামীকাল শুক্রবার কমিশনার মহোদয় এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে দুই দল ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশের বিভিন্ন শর্তসাপেক্ষে আওয়ামী লীগ ও বিএনপিকে এ অনুমতি দেয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।
স্বাআলো/এসএ