আওয়ামী লীগের সাথে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই: ইনু

জাসদের সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি, জামায়াত ও কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হৈচৈ করছে। এর ভেতরে বিএনপি, জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে তাতে দেশের অর্থনীতি ও মানুষের জান-মাল এবং শান্তি নষ্ট হচ্ছে।

ইনু বলেন, নির্বাচন নিয়ে হৈচৈ এর আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদল বদলের একই সূরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে পঁচাত্তর, বিরাশি ও এক এগারো ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। একটা তাবেদার সরকার বানানোর চেষ্টা চলছে। এটা অত্যন্ত দুঃখ্যজনক। কোনো অযুহাতেই বা কোনো চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেয়া হবে না।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

এসময় স্থানীয় পর্যায়ে জোটে আওয়ামী লীগ ও জাসদের বিরোধ নিয়ে ইনু বলেন, খন্দকার মুশতাকের দালালেরা দলকে দূর্বল করার চেষ্টা করে। আওয়ামী লীগের সাথে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই। মুশতাকের মত ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোকে আমরা আমলে নিচ্ছি না।

সরকারই নাশকতা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, এসব অভিযোগ করে লাভ নেই, কারা করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।

এসময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ, জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...