দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) তিনি ঢাকা থেকে যশোরে আসলে নেতাকর্মীরা এই শুভেচ্ছা জানান।
নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বুধবার (২৯ নভেম্বর) বিকালে যশোরে পৌঁছালে বিমানবন্দরে প্রথমে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, শহর আওয়ামী লীগ নেতা শাহজান কবির শিপলু প্রমুখ।
পরে তার বাসভবনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, কৃষি সম্পাদক আবু সেলিম রানা, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, উপদেষ্টা আবুল হোসেন খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, কামাল হোসেন প্রমুখ শুভেচ্ছা জানান।
এছাড়াও শুভেচ্ছা জানান, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা মহিলা লীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, যুবলীগ নেতা রেযোয়ান হোসেন মিথুন, তছিকুর রহমান রাসেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
স্বাআলো/এসএ