যশোরবাসীকে শান্তি ও উন্নয়নের জন্য ফের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সদর উপজেলার রামনগর ইউনিয়নের খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবন, সন্ন্যাসী বটতলা থেকে দিলুর মোড় পর্যন্ত রাস্তা পাকাকরণের উদ্বোধন পর বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জঙ্গিবাদ, গ্রেনেড হামলাকারীদের মিষ্টি কথায় কেউ ভুলবেন না। ক্ষমতার বাইরে থাকলে ওদের মুখ থেকে মধু ঝরে। আর ক্ষমতায় থাকলে গ্রেনেড হামলা করে, বোমা মেরে মানুষ হত্যার ষড়যন্ত্র করে। এতিমের টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে। হাওয়া ভবনের নামে ছায়া সরকারের মাধ্যমে দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। দেশবাসীকে তারা কখনো ভালো কিছু উপহার দেয়নি। তাদের থেকে দুর্নীতি ও সন্ত্রাসের বাইরে কখনো ভালো কিছু আশা সম্ভব নয়। তাই দেশবাসী তাদের চিরতরে বয়কট করেছে।
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাঙালি: এমপি নাবিল
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আজফাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও জেলা শ্রমিক লীগের সভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দফতর সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন প্রমুখ।
শেখ হাসিনা শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর সৃজনশীল করেছেন: এমপি নাবিল
এর আগে সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনার উদ্বোধন করেন এমপি কাজী নাবিল আহমেদ।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ।
স্বাআলো/এস