লালমনিরহাট নৌকার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগ নেতারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটে নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগ নেতারা।

লালমনিরহাট-২ আসনে মনোনয়নপত্র কিনেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক এবং লালমনিরহাট-৩ আসনে কিনেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর।

মঙ্গলবার (২৮ নভেম্বর) আদিতমারী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র ক্রয় করেন।

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন পাঁচজন। যদিও এ আসনটিতে আওয়ামী লীগের দুটি গ্রুপের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের। যার একটিতে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অপরটিতে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক।

অনেকের ধারণা ছিলো এ আসনে নৌকার মাঝি হবেন সমাজকল্যাণমন্ত্রী অথবা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মনোনয়ন পেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক।

এ সময় তার সঙ্গে ছিলেন, নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা যুবলীগের সম্পাদক ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর, সারপুকুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী।

একই দিন লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।

এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...