আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। শর্তহীন সংলাপের আহবান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
ওই চিঠি সোমবার (১৩ নভেম্বর) বিএনপি ও জাতীয় পার্টির পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে। তবে আওয়ামী লীগ মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পায়নি বলে জানিয়েছে।
আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান বলেন, আমার দফতরে এখনো ডোনাল্ড লুর কোনো চিঠি আসেনি।
সোমবার বিকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির পাঠানো জরুরি বার্তায় বলা হয়, আসন্ন নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে পুনর্ব্যক্ত করতে দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রদূত পিটার হাস্। দূতাবাসের বার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তারা সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহবান জানায়। যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করে না জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র বিবদমান সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহবান জানায়।
স্বাআলো/এসএ