Uncategorized

আওয়ামী লীগের অফিসে হামলা-ভাঙচুর, বিএনপির সদস্য সচিব আটক

| October 15, 2023

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর করার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের টি.এ. রোড থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ২০১৬ সালের জানুয়ারি মাসে জেলা শহরের হালদারপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় দুস্কৃতিকারীরা। ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন দফতর সম্পাদক তানজিল আহমেদ বাদী হয়ে মামলা করেন। সম্প্রতি ওই মামলায় বিএনপি নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply