জেলা প্রতিনিধি, নড়াইল: ‘স্মাট বাংলাদেশ বির্নিমাণে খাবার খাবো পুষ্টিগুণে’, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, সিভিল সার্জন অফিস, নড়াইলের বাস্তবায়নে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী তিনজন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, নড়াইলের উপ-পরিচালক সেলিম আহম্মেদ ভুইয়া, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদফতর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শুভাশীষ বিশ্বাস, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এ সপ্তাহে পুষ্ঠি বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সুস্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন, বৃদ্ধা আশ্রমে এ বিষয়ে সভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বাআলো/এস