আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকায় স্বামী ও সন্তানের কাছ থেকে তুলে নিয়ে একজন গৃহবধু (২০) গনধর্ষন করা হয়েছে।
শুক্রবার রাতে এ খবর জানতে পেরে মোল্লাহাট থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ভিকটিম গৃহবধুকে উদ্ধার ও হাতে- নাতে চার লম্পট ও পরে আরো একজন মোট পাঁচ লম্পট কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাহালপুর গ্রামের আরমান শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ মোল্লা (১৮), নাসিম মোল্লা(১৯) ও করিম শেখ (২২)। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিম গৃহবধু শুক্রবার রাতে স্বামী ওশিশু সন্তান নিয়ে উপজেলার সরসপুর গ্রামে একটি বিবাহ বাড়ীতে নাচ করতে যান। অনুষ্ঠান শেষে রাত প্রায় ১২ টার দিকে
ভিকটিম কে পৌছে দেয়ার কথা বলে কৌশলে লম্পটরা একটি মোটরসাইকেলে তুলে আনে।
আর স্বামী ও সন্তান কে অপর মোটরসাইকেলে নিয়ে আসায় একটি শুন্যতা হলে লম্পটরা ঢাকা খুলনা মহাসড়কের ঘাটবিলা এলাকায় মোল্লাহাট উপজেলা চেয়ারম্যানের জমির উপর পরিত্যাক্ত একটি টিনশেঢ ঘরে নিয়ে সাত/আট জনে পালক্রমে ধর্ষন করে। ঘটনা জানতে পেরে রাতেই মোল্লাহাট থানা পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে ভিকটিম কে উদ্ধার ও পাঁচজন লম্পট কে হাতে-নাতে গ্রেফতার করে।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শ সৈয়দ বাবুল আক্তার বলেন থানার ওসি রাতেই ভিকটিম কে উদ্ধারসহ পাঁচজন বখাটেকে আটক করেছে। এ ঘটনায় বাকী আসামিদের গ্রেফতারে চেষ্টাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বাআলো/এস