বাগেরহাটের কচুয়ায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাই রাব্বি শেখের ইটের আঘাতে এমরান শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বাধাল কলমিবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।
নিহত এমরান ওই গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। হত্যাকারী রাব্বি শেখ একই গ্রামের মহসীন শেখের ছেলে।
বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক রাব্বি শেখ পলাতক রয়েছে।
নিহতের পরিবার জানান, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে রাব্বী শেখ ও এমরানের মধ্যে বাড়ির উঠানে বসেই কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বী শেখ ইট দিয়ে এমরানের মাথায় আঘাত করে। এতে এমরান অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধিন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এসএ