কোটা আন্দোলন: ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে কয়েক দফা। এ সংঘর্ষে বহিরাগতরাও জড়িয়ে গেছে। এর একদিন পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুলাই) প্রক্টরিয়াল কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একই সঙ্গে আরো কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ঢাবির জনসংযোগ দফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারী বিশ্ব‌বিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৪

সভায় বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে- ১৬ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

ক্যাম্পাসে সন্দেহজনক কাউকে চিহ্নিত করা গেলে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পরামর্শ দেয়া হলো।

শিক্ষার্থীদের সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, যেমন- লাঠিসোঁটা, ইট, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন নিষিদ্ধ।

যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলা, আহত ২০

সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হচ্ছে এবং কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেকোনো ধরনের গুজব ছড়ানো এবং উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

একই সঙ্গে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহবান জানানো হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...