নিজস্ব প্রতিবেদক: যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বিভিন্ন প্রতিষ্ঠান স্ব স্ব ক্যাম্পাসে এ আয়োজন করে।
যশোর শিক্ষাবোর্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সচিব প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. শাহীন আহম্মেদ, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু, স্কুল পরিদর্শক সিরাজুল ইসলাম, উপ-পরিচালক হিসাব ও নিরীক্ষা এস এম রফিকুল ইসলাম, শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক, কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান।
যশোর সরকারি এম এম কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদস কুমার সাহা। অনুষ্ঠানের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, সহযোগি অধ্যাপক বিধান ভদ্র, সহকারি অধ্যাপক শাহাদত হোসেন ও প্রভাষক আজিজুর রহমান।
যশোর আর্দশ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যশোর সরকারি সিটি কলেজে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। অনুষ্ঠানের আহবায়ক দিলরুবা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর অলোক বসু ও ড. শামীম হাসান প্রমুখ।
যশোর সরকারি মহিলা কলেজে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সৈয়দ আহসান হাবীব। অনুষ্ঠানের আহবায়ক মাহাবুবা আখতার ছন্দার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক অধ্যাপক আব্দুল কাদের, প্রভাষক শাপলা সরকার, প্রভাষক দেবপ্রসাদ হালদার ও শিক্ষার্থী সাবাবা আক্তার মাহি।
যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মনিরুজ্জামান, প্রভাষক তরফদার কায়সার পারভীন ও জসিম উদ্দিন।
যশোর জিলা স্কুলে আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য সহকারি প্রধান শিক্ষক (দিবা) সেলিমা খাতুন, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতি) সেলিম রেজা, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, জামাল উদ্দিন ও সহকারী শিক্ষক লক্ষণ কুমার।
স্বাআলো/এস