স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলতে আজ রাত সাড়ে বারোটায় মাঠে নামছে বাংলাদেশ। কুয়েত সিটির জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের সঙ্গে ড্র বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে বড় স্বপ্ন দেখিয়েছে। অস্ট্রেলিয়াকে হিসাবের বাইরে রেখে ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে এবং লেবাননের বিপক্ষে বাকি একটি অ্যাওয়ে ম্যাচ থেকে অন্তত পাঁচ পয়েন্টের আশা বাংলাদেশের।
সে হিসাবে আজ কুয়েত সিটিতে অন্তত ১টি পয়েন্ট চান হাভিয়ের কাবরেরা।
এই ম্যাচের আগে সৌদি আরবে দুই সপ্তাহ নিবিড় অনুশীলন করেছেন জামাল-মিতুলরা। সেখানকার অনুশীলন কতটুকু কাজে দিয়েছে তার প্রতিফলন দেখা যাবে আজকের ম্যাচে।
চলুন দেখে নেয়া যাক এই ম্যাচের সম্ভাব্য সেরা একাদশ-
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন ও ইসা ফয়সাল।
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সোহেল রানা (জুনিয়র) ও জামাল ভুঁইয়া।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
স্বাআলো/এস