মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই প্লে-অফের দ্বিতীয় লেগে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

কিংস অ্যারেনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে মালেতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিলো দুইদল। তাতে দুই লেগ মিলিয়ে প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় লিড পায় বাংলাদেশ। এ সময় সাদ উদ্দিনের বাড়িয়ে দেয়া বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি সেখান থেকে রাকিব হোসেনকে বাড়িয়ে দেন কাটব্যাক করে। রাকিব দুর্দান্ত প্লেসিং শটে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ২৯ মিনিটে আরও একটি গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব। গোলরক্ষককে একা পেয়েছিলেন। শটও নিয়েছিলেন। কিন্তু মালদ্বীপের গোলরক্ষক তার ডান পা বাড়িয়ে দিয়ে রুখে দেন বল। রাকিব হন গোল বঞ্চিত।

তবে ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়ান ইব্রাহিম হাইসাম। এরপর উভয় দল আরো বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

তবে বিরতি থেকে ফিরেই ফের লিড নেয় স্বাগতিকরা। রানার বাড়িয়ে দেয়া প-আস ধরে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন ফাহিম আহমেদ।

ম্যাচের ৬০তম মিনিটে বোড় ধাক্কা খায় বাংলাদেশ। মালদ্বীপের খেলোয়াড়কে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন সোহেল রানা। আর তাতেই ১০ জনের দলে পরিণত হয়ে যায় স্বাগতিকরা।

৬৯ মিনিটের মাথায় ওয়ান টু ওয়ান টু খেলে ডি বক্সের ভেতর বল ঠেলে দেন জামাল। কিন্তু সেই পুরোনো রোগ ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। পরের মিনিটেই একইভাবে সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।

নির্ধারিত সময়ের শেষদিকে তৃতীয় গোলের দেখা মেলে বিশ্বনাথ ঘোষের সুবাদে। কিন্তু অফ সাইডের কারণে রেফারি বাতিল করেন সেই গোলটি।

যোগ করা অতিরিক্ত সময়ে বাংলাদেশের রক্ষণাত্মক খেলার সুবাদে স্বাগতিকদের বক্সে একের পর এক আক্রমণ চালাতে থাকে মালদ্বীপ। কিন্তু ডিফেন্ডারদের সুবাদে জালের দেখা মিলছিল না সফরকারীদের।

শেষ পর্যন্ত আর গোল বের করে আনা সম্ভব হয়নি মালদ্বীপের পক্ষে। আর ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...