সম্মানের স্বার্থে বাংলাদেশ দলের আর দায়িত্ব নিতে চান না সুজন

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে এই দায়িত্বে বেশ অস্বস্তিতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক।

তার দায়িত্ব কী সেটাও জানতেন না বলে গণমাধ্যমে জানিয়েছিলেন সুজন। সম্মান ধরে রাখতে বাংলাদেশ দলের আর কোনো দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

রবিবার (৭ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। এ সময় বাংলাদেশ দলের কোনো দায়িত্ব নেবেন কী না এমন প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আর সমাধান না। বাংলাদেশের আরো বড় সমাধান আছে। আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোন দায়িত্বতে আগ্রহও নেই।’

সুজন আরো বলেন, গত বিশ্বকাপে আমি যা করেছি আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না আসলে। হয়তো বা আমি অতো বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। আমি আর এই কাজ করতেও চাই না।

এমন দায়িত্ব আর না দেয়ার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে তিনি বলেন, আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...