বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের মধ্যে শক্তির বিস্তর ফারাক। বিশ্ব ফুটবলে অস্ট্রেলিয়া ২৭ নম্বর দল, বাংলাদেশের র্যাংকিং ১৮৩। তাই অস্ট্রেলিয়ার সঙ্গে জামাল ভূঁইয়ারা পেরে উঠবেন না, সেটা আগেই জানাই ছিলো।
দেখার ছিলো হারটা কত ছোট হয়, কতটা লড়াই করতে পারে লাল-সবুজের দল। না, লড়াইটাও হয়নি। হারও বেশ বড় ব্যবধানের। বাংলাদেশ পেয়েছে সেভেন আপের স্বাদ।
মেলবোর্নে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ১০ মিনিটে এ খেলা অনুষ্ঠিত হয়।
স্বাআলো/এসএ