সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন হার। বাংলাদেশের কপালে ভাঁজ ফেলার জন্য এটুকুই হয়তো যথেষ্ট ছিলো। তবে সেই চিন্তা বেড়েছে তলানির দলগুলোর উত্থানে। পয়েন্ট টেবিলের যুদ্ধটাও তাই এখন জমজমাট।

বিশ্বকাপে ফর্ম বিবেচনার কঠিন এক প্রতিপক্ষই বটে দক্ষিণ আফ্রিকা। যদিও এই ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তি ফিরছে টাইগার শিবিরে। অবশ্য এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে থাকছেন না কাঁধের চোটে থাকা তাসকিন আহমেদ।

মাঠে নামার আগেই বাংলাদেশ দলে দুঃসংবাদ

এছাড়া আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনা দেখছেন সাকিব। তার জন্য দলের সবার কাছ থেকেই চান ভালো পারফর্মম্যান্স, ‘কালকের ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।

এদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বাংলাদেশকে দেখছেন বড় দল হিসেবে।

মার্করাম বলেন, যখনই বাংলাদেশের বিপক্ষে খেলা হয়, এটা অবশ্যই আমাদের জন্য বড় ম্যাচ। অতীতে আমরা তাদের বিপক্ষে ভালো খেলিনি।

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই সাকিব

শক্ত প্রতিপক্ষ হলেও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ। সেই দলেরই সদস্য ছিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।

সবশেষ ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও প্রোটিয়াদের হারিয়েছিলো টাইগাররা। আর সবশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকাতেই তাদের হারানোর সুখস্মৃতি তো আছেই।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...