ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ছিলো অনেক প্রত্যাশা। কিন্তু তার ছিঁটেফোটাও দেখাতে পারেননি সাকিব-মুশফিকরা। বাজে পারফরম্যান্সের কারণে আসর থেকে ছিটকে পড়ে টাইগারবাহিনীরা।
প্রথম ম্যাচটি ভালো শুরুর পর মনে হয়েছিলো, এবারের বিশ্বকাপে দারুণ কিছু করবে বাংলাদেশ। এরপর টানা ছয় হার। শেষদিকে এসে আরেকটি জয় পেলেও বাজে বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছিলো বাংলাদেশ। টুর্নামেন্টের শেষদিকে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জেতে বাংলাদেশ। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের তিক্ত স্বাদ নিয়ে আসর শেষ করেছে টাইগাররা।
সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে না পারলেও বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছিলো যে, প্রতিটি জয়ের জন্য অংশগ্রহণকারী দলগুলো নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার পাবে। এছাড়া যারা কোনো ম্যাচ জিততে পারবে না তারাও গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে আর্থিক পুরস্কার পাবে।
আইসিসির ঘোষণা অনুসারে, গ্রুপপর্বে খেলার জন্য এক লাখ মার্কিন ডলার করে পাবে দলগুলো। আর প্রতিটি ম্যাচ জয়ের পুরস্কার হিসেবে পাবে ৪০ হাজার মার্কিন ডলার।
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ জিতেছে ২টিতে- আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। দুই জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাবে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার। আর সাথে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে পাবে আরো এক লাখ মার্কিন ডলার।
সবমিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী চাটার্ড ফ্লাইটটি।
স্বাআলো/এসএ