জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্য ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে কিউইরা।

তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। শেষ দিনে জয়ের জন্য ৩ উইকেট প্রয়োজন বাংলাদেশের।

৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার টম লাথামকে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই কিউই ওপেনার।

এরপর ক্রিজে আসা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে। তবে দলীয় ১৯ রানে উইলিয়ামসনকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ২৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন।

এরপর দলীয় ৩০ রানে ৮ বলে ২ রান করে আউট হন হেনরি নিকোলাস। তাকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় নিউজিল্যান্ড।

বিরতি থেকে ফিরে কিউই শিবিরে আঘাত হানে বাংলাদেশ। দলীয় ৪৬ রানে ৭৬ বলে ২২ রান করা কনওয়ে আউট করেন তাইজুল।

এরপর মিচেল একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৬ বলে ৬ রান করে টম বান্ডেল ও ২৬ বলে ১২ রান করে গ্লেন ফিলিপস সাজঘরে ফিরে যান।

এরপর ক্রিজে আসা কাইল জেমিসনকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন মিচেল। তবে দলীয় ১০২ রানে ২৬ বলে ১২ রান করা জেমিসনকে সাজঘরে ফেরান তাইজুল। এরপর ক্রিজে আসা ইশ সোধিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিচেল।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য ৩ উইকেট প্রয়োজন বাংলাদেশের। আর নিউজিল্যান্ডের প্রয়োজন ২১৯ রান। মিচেল ৮৬ বলে ৪৪ ও সোধি ২৪ বলে ৭ রানে অপরাজিত আছেন। তাইজুল নিয়েছেন চারটি উইকেট।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...