জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বাংলাদেশ খেলাফত মসলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ৯০ ভাগ মুসলমানের এই বাংলাদেশের সংবিধানে কোন একটি ধারা সংযুক্ত করুন যেই ধারার মাধ্যমে আমার দেশে কুরআন সুন্নাহ বিরোধী ইসলাম বিরোধী কোনো আইন- নীতিমালা, নীতিমালা কার্যকর হওয়ার পথরুদ্ধ হয়ে যাবে।
যেকোনো কুরআন সুন্নাহ বিরোধী আইন হোক, যেকোনো নীতিমালা বিধিমালা হোক, সেটা বাংলদেশে অকার্যকর হবে, এমন একটি ধারা সংবিধানে যুক্ত করার জোর দাবি করছি।
আগস্ট বিপ্লবের পরে আমরা স্বপ্ন দেখছি, বাংলাদেশের মানুষ সব রং দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখেছে, তারপরে প্রথম বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ, এবার বাংলার মানুষ দেখতে চায় ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ।
তিনি বুধবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে পটুয়াখালী জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যসহ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান ও বরিশাল বিভাগীয় ছাত্রশিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা আবদুল্লাহ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস