সিরিজ খোয়ালো বাংলাদেশ, হলো না আর ইতিহাস গড়া

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের পাশাপাশি ইতিহাস গড়া হতো বাংলাদেশের।

তবে সেটি আর হয়ে উঠেনি। নুয়ান তুশারার এক ওভারেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। নিজের করা প্রথম ওভারে শান্ত, হৃদয়, মাহমুদউল্লাহকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। রিশাদের ঝোড়ো ফিফটিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ১৯.৪ ওভারে ১৪৬ রান করলেও ২৮ রানের পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। শেষ টি-টোয়েন্টি জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের নেয় সফরকারীরা।

এর আগে, শনিবার (৯ মার্চ) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কা পায় মাত্র ১৮ রান। তাসকিনের বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর দলীয় ৫২ রানে তুলে নেন রিশাদ হোসাইন। তবে অন্যপ্রান্তে কুশল মেন্ডিস টাইগার বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন। শেষ পর্যন্ত তিনি ৫৫ বলে ছয় ছক্কা ও সমান চারে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। তাকে দলীয় ১৪০ রানে বিদায় করেন তাসকিন আহমেদ।

শেষ দিকে দাশুন শানাকার ৯ বলে ১৯ রানের ছোট্ট ক্যামিওতে ১৭৪ রানে গিয়ে থাকে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে তাসকিন ও রিশাদ দুইটি করে উইকেট তুলে নেন। শরিফুল ও মুস্তাফিজ নেন একটি করে উইকেট।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...