সকল ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা বাংলাদেশ রেস্তোরাঁ মালিকদের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি আগ্রাসন, বর্বর নৃশংসতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ক্ষুব্ধ বিশ্ববাসী। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। এরই অংশ হিসেবে বাংলাদেশের উত্তরের বিভাগীয় জেলা রংপুরেও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

বুধবার (৮ নভেম্বর) রাতে রংপুর মহানগরীর কাচারি বাজার মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত জরুরি সভা থেকে পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।

সভা শেষে কোকাকোলা, স্প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ, পেপসিসহ সকল ইসরায়েলি পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ গাজার নিরীহ জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে কাচারি বাজার মোড়ে দাঁড়িয়ে ইসরায়েলি পণ্য বর্জনের অংশ হিসেবে কোকাকোলা, স্প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ ও পেপসিসহ বিভিন্ন পণ্য সড়কে ফেলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রংপুর জেলা সভাপতি নুরুল হক মুন্না, সিনিয়র সহ-সভাপতি শ্রী জীবন কুমার সিংহ, সহ-সভাপতি আইয়ুব আলী, আসলাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদ আক্তার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হক ব্যাপারী, কোষাধ্যক্ষ হেলাল হোসেন স্বপন, নুরুন্নবী লাকু, লাইবুল ইসলাম লাবু, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইলাম, শাহিন, পারভেজ প্রমুখ।

এদিকে ইসরায়েলি সকল পণ্য বর্জনের ডাক দেয়ায় রেস্তোরাঁ মালিকদের সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। তারা অবিলম্বে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহিংস বর্বরতা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...