নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, ৩ নতুন মুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শনিবার (১৮ নভেম্বর) এই স্কোয়াড ঘোষণা করা হয়। যেখানে নতুন করে ডাক পেয়েছেন তিন নতুন ক্রিকেটার।

তারা হলেন- হাসান মাহমুদ, হাসান মুরাদ ও শাহাদাত হোসেন দিপু।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখে দুই ম্যাচের সিরিজের জন্য এই দল দেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে, যা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তার আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পেসারদের গুরু অ্যালান ডোনাল্ড ইতোমধ্যে বিদায় নিয়েছেন। এছাড়া স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও চুক্তি শেষ হবে ৩০ নভেম্বর। সে কারণে টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন এইচপি দলের সঙ্গে থাকা বোলিং কোচ কলিমোর এবং ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্প।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো ২ মাস বাড়লো

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও...

যশোরে যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই, ছুরিকাঘাতে আহত

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রায়পাড়া সার গোডাউন এলাকায় ছিনতাইকারীরা...

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

চারদিনের সফরে আজ ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও...

চৌগাছায় ২ মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আব্দুল হান্নান (৫২) ও...