আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরায় একসঙ্গে ২৩ বাংলাদেশি ধরা পড়েছে পুলিশের হাতে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় শনিবার (২৭ জুলাই) আগরতলা স্টেশন চত্বর থেকে তাদের আটক করে ভারতীয় রেল পুলিশ (জিআরপি)। তাদের মধ্যে এক দালালও রয়েছেন।
প্রাথমিকভাবে জিআরপি সূত্রে জানা গেছে, আটক ২৩ জনই বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তারা ত্রিপুরায় গেছেন, তাদের গতিবিধি কী ছিলো, সে সব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে।
এ দিকে এতজন বাংলাদেশি একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরো বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যে ২৩ জনকে আটক করা হয়েছে, তাদের অধিকাংশেরই বয়স ৩০ বছরের নিচে। ১৯ বছর বয়সী বেশ কয়েকজন যুবকও রয়েছেন আটককৃতদের তালিকায়।
মোহাম্মদ সেলিম রেজা নামে যে দালালকে আটক করা হয়েছে, তার বয়সও ২৭ বছর। দালাল ছাড়া আটককৃত বাকি ২২ জন হলেন- রাম সাহা (২৪), আসমাউল হক (২০), শাহিন আলম (২৮), জাকির হোসেন (৪০), শাহিন আলী (২৬), ইব্রাহিম খলিল (২৩), নয়ন আলী (১৯), ইলাহি হোসেন (২১), তৈয়ব হোসেন (১৯), ডালিম ওরফে ইমান (১৯), আব্দুল আজিজ (২৫), সাইফুল ইসলাম (২৫), সাহাবুদ্দিন শেখ (৩৩), মো. শহিদুল ইসলাম (২০), সুমন (২৬), আমিরুল ইসলাম (২৪), আলী আকবর (৩৬), সাকিল শেখ (১৯), হাজিকুল বাবু (২৬), রমজান শেখ (১৯), মিজানুর (২৪), ও রেহান শেখ (১৯)।
প্রসঙ্গত গত ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ সমাবেশের’ মঞ্চ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, অসহায় কেউ এসে যদি পশ্চিমবঙ্গের দরজা খটখট করেন, তা হলে ফেরানো হবে না।
মমতার সেই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছিলো বাংলাদেশ সরকারও। তার মন্তব্যের কারণে ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে বলে দাবি করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এরপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ওই মন্তব্য নিয়ে আপত্তি জানানো হয়েছিলো। কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিয়ে আবার মমতাও বলেছিলেন, তাকে যেনো না শেখানো হয়।
এ দিকে আগরতলা রেলওয়ে স্টেশনে নথিবিহীন বাংলাদেশি নাগরিকদের ধরার ঘটনা এটাই প্রথম নয়।
এর আগে গত ১ জুলাই কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশটিতে প্রবেশের অভিযোগে রেলওয়ে স্টেশন থেকে পাঁচ শিশু, ছয় নারীসহ ১১ বাংলাদেশিকে আটক করা হয়। সন্দেহ হলে প্ল্যাটফরমে ১১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আগরতলা জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সবাই বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে এসেছে। এরপর ভারতীয় পাসপোর্ট আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছিলো।
স্বাআলো/এস