জেলা প্রতিনিধি, মেহেরপুর
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ মে) রাত ২টার দিকে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ১০ জনই বাংলাদেশি নাগরিক।
এদের মধ্যে যশোর জেলার সাইফুল ইসলাম মুন্না, তাজ উদ্দীন মোল্লা, দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস, খুলনা জেলার সেজুতি রায় ও কৌশল্লা, নড়াইল জেলার অরচনা রানী সরকার ও তারেক হোসেন এবং সাতক্ষীরা জেলার প্রসেনজিত দাস রয়েছেন।
ঝিকরগাছায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালা আটক
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। সেখানে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বলে তারা দাবি করেন।
বিজিবি জানায়, রাতে ভবেরপাড়া সীমান্তে নিয়মিত টহল চলাকালে বিজিবি সদস্যরা ভারত থেকে কয়েকজনকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেখে। এসময় বাংলাদেশ সীমান্ত থেকে শিশুসহ ওই ১০ জনকে আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং তাদেরকে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার (৪ মে) তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
স্বাআলো/এস