রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব সুমন নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আহসান হাবিব সুমন (৪৪) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরিফের আবুল কাশেমের ছেলে ও আল আরাফাহ্ ব্যাংকের কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক।
কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন ডিগ্রি কলেজের প্রশাসনিক কর্মকর্তা আহসান রেজা জানান, তার ভাই আহসান হাবিব সুমন আল আরাফাহ্ ব্যাংকের কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো।
অফিস থেকে বের হয়ে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকার স্টার ফিলিং স্টেশনের পাশে পৌঁছানো মাত্র সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দ্রুত বেগে পিছনে চলে এসে তার ভাইয়ের মোটরসাইকেলে স্বজোরে ধাক্কা দেয়। এতে ভাই গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নলতা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে যশোরের অর্থোপেডিক্স ডাক্তার আব্দুর রউফের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করতেন পারেনি পুলিশ। মঙ্গলবার বাদ যোহর নলতা রওজা শরিফ মসজিদে নামাজে জানাযা শেষে ভাইয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আহসান হাবিব সুমন যশোওে মারা গেছেন মর্মে তিনি শুনেছেন।
স্বাআলো/এস
