বিএনপি-জামায়াতের অবরোধে চাকরির পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন লাখো চাকরিপ্রত্যাশী।
শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায় অবরোধ শেষ হওয়ার মাত্র চার ঘণ্টা পর চাকরির পরীক্ষায় বসতে হচ্ছে তাদের।
শুক্রবার অনুষ্ঠিত হবে সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব সাঈদুর রহমান খান বলেন, এর আগে একবার পরীক্ষাটি পেছানো হয়েছে। ফলে ১০ নভেম্বরই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পেছালো
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসারের (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯২২টি শূন্যপদের বিপরীতে সারাদেশ থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ৬৯ হাজার ৮৯৭ জন প্রার্থী।
চলমান অবরোধে দেশের প্রায় সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
সারাদেশ থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যে বাস আসছে কিংবা রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে তা খুবই নগণ্য। ফলে এই এক লাখ ৬৯ হাজার শিক্ষার্থী কিভাবে শুক্রবারের পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
অবরোধেও চলবে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা
ব্যাংকের পরীক্ষা দিতে ঢাকায় যাওযা এক পরীক্ষার্থী বলেন, অবরোধের কারণে বাস বন্ধ। অনেক কষ্ট করে ট্রেনের টিকিট পেয়েছি। হরতাল-অবরোধের মধ্যে বাধ্য হয়ে ঢাকায় যেতে হচ্ছে।
এদিকে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে অনুষ্ঠিতব্য ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত অন্তত সাতটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।
স্বাআলো/এস