গোলাপের পা ধরে মাফ চেয়েছেন ব্যারিস্টার সুমন!

সুমন আমার পা ধরে মাফ চেয়েছে। সে তার ভুলের জন্যে ক্ষমাও চাইছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ নিয়ে প্রকাশ্যে ড. আব্দুস সোবাহন গোলাপ মাদারীপুর শহরে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে একটি নির্বাচনী কর্মীসভায় গোলাপ দাবি করেন, সুমন আমার পা ধরে মাফ চেয়েছে। সে তার ভুলের জন্যে ক্ষমাও চাইছে। মূলত তাকে দিয়ে আমার বিরুদ্ধে লাগিয়েছে শত্রুপক্ষ।

এমনই একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ড. গোলাপ বলেন, সুমনের বিরুদ্ধে আমি পাঁচশত কোটি টাকার মানহানি মামলা দিয়েছি। তিনি সেই মামলায় কয়েকবার হাজির না হওয়ায় হাইকোর্ট তাকে জরিমানা করেছে। আমি আইনমন্ত্রীকে বলেছি, আমার পাঁচশত কোটি টাকা আদায় করে দেন। এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। ব্যারিস্টার সুমন তার ভুলও বুঝতে পেরেছে। দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি। দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছি।

তিনি বলেন, আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে। এখনো আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালাগালি করছে তারা। যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকেই নৌকা দিয়েছে। আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকবো।

এ সময় তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মৌলভী আজমত আলী খানের কবর জিয়ারত করেন। পরে রাতে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বন্ধুকে ‘ছাত্রলীগ’ পরিচয় দিয়ে পুলিশে ধরিয়ে হবু স্ত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে আসা বন্ধুকে কৌশলে ‘ছাত্রলীগ কর্মী’ হিসেবে...

আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় বড়বাজার এলাকার 'ঋতুরাজ'...

যশোর-বেনাপোল সড়কের ‘মৃত্যুফাঁদ’ শতবর্ষী গাছ কাটার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে যশোর-বেনাপোল সড়কের দুই পাশের শতবর্ষী ঝুঁকিপূর্ণ...

৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক: ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে...