রোনালদোকে ‘মিশ্চিয়ানো পেনাল্ডো’ বলায় বিবিসির ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান চ্যাস্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেন পর্তুগিজ পোস্টাবয় ক্রিশ্চিয়ানো রোনালদো। তখনই বিবিসির টিভি চ্যানেলে ভেসে ওঠে ‘মিশ্চিয়ানো পেনাল্ডো’ অর্থাৎ পেনাল্টি মিস করা রোনালদো। এমন লেখা দেখে সমালোচনার ঝড় ওঠে চারদিকে।

শেষ পর্যন্ত এই ক্যাপশেনর ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে বিবিসি। এক বিবৃতিতে বিবিসি জানিয়েছে, ওই লেখাটি এমনিতেই চলে আসছে। এমন লেখা আমরা ম্যাচ ডেতে অনেক গ্রাফিক্সে দেখিয়ে থাকি। এটাতে রোনালদোকে তেমন অপরাধী চিহ্নিত করা হয়েছে বলে মনে হয় না। বরং, আমরা পুরো ম্যাচজুড়ে রোনালদোর সমর্থন করে তার ভালো কথা বলে গেছি, তিনি কীভাবে এত দূর কষ্ট করে এসেছেন সেটি নিয়ে।

বিবিসির সেদিনের ম্যাচ ডেতে উপস্থিত ছিলেন গ্যারি লিনেকার, অ্যালান শেয়ারার, হোসে ফন্তে। তাদের নিয়ে বিবিসি জানায়, ম্যাচ পূর্ববর্তী সময়ে রোনালদোর সততা ও দেশের জন্য উজাড় করে দেয়াটা কেন অনেকের থেকেও সেরা, সেটা নিয়ে হোসে ফন্তে আলোচনা করেছিলেন।

সেমিফাইনালে মেসি খেলবেন কি না, জানালেন স্ক্যালোনি

রোনালদোর মুভমেন্ট নিয়ে লিনেকার ও শেয়ারার দীর্ঘক্ষণ অ্যানালাইসিস চালিয়েছেন। টাইব্রেকারে প্রথম পেনাল্টি নেয়ায় রোনালদোর সাহসেরও প্রশংসা করেছেন তারা।

বিবিসি আরো জানায়, আমরা মানছি, কিছু মানুষ এটাতে (রোনালদোকে পেনাল্ডো বলায়) কষ্ট পেয়েছে। আমরা এটিকে মাথায় রাখছি, যাতে পরবর্তীতে এটি থেকে শিক্ষা নিতে পারি।

২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি মিস করা সাবেক চেলসি অধিনায়ক জন টেরি ইনস্টাগ্রামে পোস্ট করে এটিকে খুবই অপমানজনক হিসেবে নিন্দা জানিয়েছেন। রোনালদো সমর্থকরাও ‘অপেশাদার’ আখ্যা দিয়ে বিবিসিকে নিন্দা জানিয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...