যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি বাজারের চৌরাস্তা মোড়ে তুচ্ছ ঘটনা নিয়ে এক পাগলীকে মারধর করে হাত ভেঙে দেয়ার ঘটনায় আসামি কাঠ ব্যবসায়ী আলম শেখকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সাগরদাঁড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলম শেখ সাগরদাঁড়ি গ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সাগরদাঁড়ি বাজারে এক পাগলীর ওপর এমন অমানবিক নিষ্ঠুর নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় ব্যানার্জী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অপরাধী আলম শেখকে গ্রেফতার করে।
যশোরের সদর, শার্শা ও কেশবপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন যারা
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি গ্রামের ওই নারী দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যান। পাগল হওয়ার পরে ২০ বছর যাবৎ সাগরদাঁড়ি বাজারে আলম শেখের কাঠগোলার সামনে রাস্তার পাশে শুয়ে বসে অসহায়ভাবে জীবনযাপন করেন। আলমের কাঠগোলার সামনে স্বমিলে কাটানো কাঠ রাখা ছিলো। সেই কাঠ মঙ্গলবার পাগলী রাস্তার ওপরে ফেলে এলোমেলো করে দেন। ওইসময় আলম দেখতে পেয়ে সাইজ কাঠ দিয়ে পাগলীকে এলোপাতাড়িভাবে মারধর করে। তার বেধড়ক মারধরে পাগলীর শরীরের বিভিন্ন জায়গায় জখম এবং বাম হাত ভেঙ্গে যায়।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে নবী পাগলীকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার হাতের হাঁড় পুরোটাই ভেঙ্গে যাওয়ার কারণে বড় ধরনের অপারেশন করা লাগবে বলে চিকিৎসকরা জানান।
যশোরে মাদক বেচা-কেনার টাকা নিয়ে দ্বন্দ্বে সজীব গাজীকে হত্যা
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমানের নির্দেশনায় চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় ব্যানার্জী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামি আলমকে গ্রেফতার করে।
মারধরের ঘটনার বিষয়ে এলাকাবাসীর অনেকেই জানান, সামান্য তুচ্ছ একটা বিষয় নিয়ে আলম শেখ অহেতুক ওই পাগলীকে মারধর করেছে। তিনি দীর্ঘদিন ধরে সাগরদাঁড়ি বাজারে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে খেয়ে না খেয়ে রাস্তার পাশে শুয়ে বসে অসহায়ভাবে জীবনযাপন করেন। তার হাতের হাঁড় পুরোটাই ভেঙ্গে যাওয়ার কারণে বড় ধরনের অপারেশন করা লাগবে বলে চিকিৎসকরা বলেছে।
স্বাআলো/এস