যশোরে আইনজীবীকে মারধর, আ.লীগ সভাপতি মিলনসহ ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে মারধর ও শর্টগান দেখিয়ে হত্যা চেষ্টার অভিযোগে যশোর আদালতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেছেন যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর পিপি ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান মুকুল।

মামলার অপর আসামি শহরের ঘোপ এলাকার শাহীন। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি।

যশোরে পুলিশ ফাঁড়ির মধ্যে পিপি মুকুলকে পেটালেন আ.লীগ সভাপতি মিলন

বাদী মামলায় উল্লেখ করেছেন, গত ৯ জুন সন্ধ্যায় শহরের মুজিব সড়কের জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের সামনে ফুটপাতে দুই নম্বর আসামি শাহীনসহ ১৫/২০ জন আসেন। এসময় তারা ফুটপাতের কয়েকটি দোকান জোর করে সরানোর চেষ্টা চালায়। এতে অন্য দোকানীরা বাধা দেন। একপর্যায় সেখানে উপস্থিত হন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উদ্দীন। ফুটপাতের দোকানিরা ও এসআই হেলাল আইনজীবী মুকুলকে সেখানে ডেকে নেন। এসময় শাহীন তাদেরকে জানান, তিনি শহিদুল ইসলাম মিলনের লোক। একই সাথে শাহীন ফুটপাতে ব্যবসার জন্য ঈদ সালামী দাবি করেন। তাকে সালামী না দিয়ে দোকান বসালে হাত কেটে দেয়ার হুমকি দিয়ে শাহীনসহ অন্যরা চলে যান। পরবর্তীতে এসআই হেলাল দুই পক্ষকে ফাঁড়িতে ডাকেন। ওইদিন রাত ৯টায় বাদী দোকানীদের পক্ষে ফাঁড়িতে যান। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলন ও শাহীনসহ আরো কয়েকজন সেখানে হাজির হন। কথাবার্তার সময় মিলন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে মুকুলকে। এক পর্যায় মুকুলকে চড় থাপ্পড় কিল ঘুষি মারেন মিলন। এসময় তার সাথে থাকা শাহীন শর্টগান দেখিয়ে মুকুলকে হত্যার চেষ্টা করেন। পরে ফুটপাতের দোকানী ও পুলিশ কর্মকর্তারা এসে তাকে উদ্ধার করেন। এ কারণে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে আইনের আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, আইন কর্মকর্তা মুকুলকে মারধর ও হত্যা চেষ্টার প্রতিবাদে যশোরের আইনজীবীরা মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...