দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শনিবার (২১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, এই পূজা অশুভ শক্তির অবসান ঘটাক এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজে মানুষকে সমৃদ্ধ করুক।
তিনি আওয়ামী লীগের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও পুনর্ব্যক্ত করে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
সবশেষে জয় বলেন, সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।
স্বাআলো/এসএস