বেনাপোল দিয়ে বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ভারতে

মিলন হোসেন বেনাপোল, (যশোর) প্রতিনিধি: কলকাতায় বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ১৯ সদস্য একটি প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে গেছেন।

শনিবার (২২ জুন) নৌম্যানসল্যানড থেকে বিজিবির অফিসারদের বিএসএফ অফিসাররা ফুল দিয়ে তাদেরকে রিসিভ করেন।

২২-২৫ জুন ২০২৪ তারিখ পর্যন্ত রিজিয়ন কমান্ডার (দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম রিজিয়ন) এবং আইজি বিএসএফ (সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটী ফ্রন্টিয়ার) এর মধ্যে কলকাতা, ভারতে সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলন ১২ জন অফিসার সামরিক/অসামরিক, ম্যাডামসহ সর্বমোট ১৯ জনের একটি প্রতিনিধি দল রয়েছে।

প্রতিদিন দলে রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এসজিপি, এসপিপি, পিবিজিএম, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, যশোর, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, রংপুর,কর্নেল ইমরান ইবনে রউফ, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, রাজশাহী, কর্নেল এমারাত হোসেন, পিবিজিএম, উপ-মহাপরিচাক, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া। লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি(+)পরিচালক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি(+), পরিচালক (পরিকল্পনা) সদর দপ্তর,লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাহযাহার, পিবিজিএম, পরিচালক (অপারেশন) যশোর রিজিয়ন, লেঃ কর্নেল ফারুক হোসেন খান, পিএসসি, পরিচালক (নোডাল অফিসার) রংপুর রিজিয়ন, লেঃ কর্নেল তানজীর আহম্মদ, পরিচালক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। হাসিবুল হাসান, সিনিয়র সহকারী সচিব, জননিরাপত্তা বিভাগ, প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তুষিতা চাকমা, কাউন্সেলর (রাজনৈতিক) বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার, কলকাতা।

উক্ত প্রতিনিধি দল সম্মেলন শেষে ২৫ জুন ২০২৪ তারিখ সাড়ে ৬টায় বেনাপোল আইসিপি দিয়ে বাংলাদেশে প্রত্যাগমন করবেন বলে জানান সুবেদার মিজানুর রহমান।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...

প্রেসক্লাব যশোরের সাইনবোর্ডে ‘মুজিব’ লেখা কাটায় জামায়াত কর্মী বহিস্কার

‘মুজিব সড়ক’ লেখা থাকায় প্রেসক্লাব যশোরের সাইন বোর্ড কেটে...