চামড়া পাচার রোধে শার্শা বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

মিলন হোসেন বেনাপোল: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত পথ দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বেনাপোল সীমান্তের কয়েকটি এলাকা ঘুরে বিজিবির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে।

মঙ্গলবার (১৮ জুন ) সকাল ৯টা ৪৫ মিনিটের সময় খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বর্তমানে দেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক কম। অনেক সময় কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেন না। সরকারি দামে ক্রয়-বিক্রয়ে সাড়া থাকে না। ফলে স্থানীয়রা আশঙ্কা করছেন এ সময়টায় চামড়ার দাম ভারতে একটু বেশি থাকবে। সে জন্য বেশি মুনাফার আশায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।

শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৫৫০-৬০০ এবং ১০ মণ গরুর চামড়া ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৮০০ থেকে এক হাজার রুপি ও ১০ মণ ওজনের গরুর চামড়া এক হাজার ২০০ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যশোরের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভবনা আছে সে সমস্ত এলাকা বেশি নজরদারিতে রাখা হয়েছে। সেগুলোর মধ্যে আছে- বেনাপোলের গাতীপাড়া,সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা,বাহাদুরপুর,শিকারপুর,শালকোনা, পুটখালী, গোগা, কায়বা,অগ্রভুলোট, পাচভূলেট ও রুদ্রপুর, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

বেনাপোল বাগে জান্নত কওমি মসজিদের মোয়াজ্জেম রেজাউল ইসলাম জানান, এলাকার মানুষ তাদেরকে কোরবানির পশুর চামড়া দান করেছেন। কিন্তু চামড়ার দাম এবার খুবই কম। গরুর চামড়া ছোট-বড় মিলে গড়ে সাড়ে ৬০০ টাকা দাম পেয়েছেন। ছাগলের চামড়ার দাম হয়েছে প্রতি পিস ১০০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে।

এদিকে ২১বিজিবি অধীনস্থ এলাকাবাসী অনেকেই জানিয়েছেন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার যোগদান করার পর থেকে সীমান্তে চোরাচালান রোধে রাতদিন কাজ করে যাচ্ছেন ।তিনি বলেন মাদক ব্যবসায়ী ও চোরাচালানীদের সাথে কোন আপস নেই তারা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...