মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বেনাপোল ও পুটখালী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
বুধবার (৩ এপ্রিল) তিনি প্রথমে শার্শা কাশিপুর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে গার্ড অফ অনার প্রদান করেন এবং সেখানে ১০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
পরে তিনি সীমান্ত রাস্তা হয়ে বেনাপোল আইসিপি ক্যাম্প ও পুটখালী চরের মাঠ পরিদর্শন করেন।
প্রদর্শনকালে তার সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং), ব্রিগেডিয়াার জেনারেল আনোয়ার হোসেন, (ব্যুরো চিফ) বিএসবি, ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএস টু ডিজি বিজিবি, লে: কর্ণেল মাসুদ পারভেজ রানা, পরিচালক (পরিকল্পনা), সদর দফতর বিজিবি, ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথু, এডিসি টু ডিজি বিজিবি আরো ছিলেন যশোর রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন, অন্যান্য অফিসারবৃন্দ।
স্বাআলো/এস