বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন সামনে রেখে বিজিবির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমাদের ওপর অর্পিত যে দায়িত্ব আছে, সেটা আমরা যথাযথভাবে পালন করতে সক্ষম রয়েছি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) বিজিবি’র ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। এতে বিজিবি যথেষ্ট ভূমিকা রাখছে। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে প্রতিদিনই সারাদেশে ২০০-২৫০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকছে। দেশের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কেউ নষ্ট করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবির পক্ষ থেকে কী ব্যবস্থা নেয়া হয়েছে-এমন প্রশ্নের উত্তরে বিজিবি মহাপরিচালক বলেন, অবৈধ অস্ত্র আমাদের দেশে যাতে আসতে না পারে, সেজন্য সব সময় আমরা কাজ করি। এটা আমাদের নিত্যনৈমিত্তিক একটি রুটিন ওয়ার্ক। তারপরও এ বছর নির্বাচন বলে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি। সীমান্ত দিয়ে যাতে কোন ধরনের গোলাবারুদ দেশে ঢুকতে না পারে বা কেউ নিয়ে আসতে না পারে সে বিষয়ে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। অতীতের চেয়ে বর্তমানে অনেক বেশি অস্ত্র উদ্ধার করছে বিজিবি। আমরা এখন সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছি।
তিনি বলেন, সীমান্ত ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা কাজ আমরা দুটি করছি। সীমান্ত নিষিদ্ধ নিরাপদে রাখা আমাদের মুল কাজ। সীমান্তে সবসময় আমরা গুরুত্বসহকারে কাজ করি। তবে আমি মনে করি, নির্বাচনের সময় সীমান্ত আরো বেশি সেনসিটিভ হয়ে যায়। সেজন্য আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করি।
বিজিবি মহাপরিচালক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ পৃষ্ঠপোষকতা ও দূরদর্শী দিক-নির্দেশনায় বিজিবি আজ একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে পরিগণিত হয়েছে। বিজিবি দিবস-২০১৯ এর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন-‘জাতির পিতার হাতে গড়া এই প্রতিষ্ঠান আগামীতে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করবে-সে বিশ্বাস আমার আছে।
স্বাআলো/এস