কাল থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

বাঙালি হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার (৯ অক্টোবর) থেকে টানা ছয়দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম।

তবে এ সময় ভোমরা স্থলবন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে ফের সচল হবে বন্দরের সব ধরনের কার্যক্রম।

ভারতের ঘোজাডাঙ্গা বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলানাথ ঘোষের বরাত দিয়ে ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের অহবায়ক হাবিবুর রহমান হাবিব জানান, শারদীয়া দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ভোমরা স্থলবন্দরে সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আবারো যথারীতি আমদানি ও রফতানি কার্যক্রম চালু হবে।

ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের বর্তমান এডহক কমিটির সদস্য সচিব অহিদুল ইসলাম জানান, শারদীয়া দুর্গাপূজার ছুটির কারণে টানা ছয়দিন ভোমরা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন পত্র দিয়ে তাদরেকে অবহিত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, দুর্গাপূজার ছুটির বিষয়টি ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের দফতরকে জানিয়েছেন। ভোমরা বন্ধরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পূজার ছুটির সময় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রূদের পারাপার স্বাভাবিক থাকবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: সাতক্ষীরায় ৫ সেনা সদস্য আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে...

পারভেজ হত্যার প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...

ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন

ঢাকা অফিস: রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ৩৩৮২টি...

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে...