আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। এতে প্রথমবার ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সাবিলা নূর। ছবির প্রথম লুক, ফরকাস্ট এবং প্রথম গান প্রকাশের পর থেকেই দর্শকমহলে ছবিটি নিয়ে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন সাবিলা নূর।
সাবিলা জানান, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে তার প্রায় ১০ দিনের মতো শুটিং হয়েছে। ছোট পর্দার দীর্ঘ ক্যারিয়ারের পর সিনেমার সেটে কাজের প্রক্রিয়া তার কাছে কিছুটা ভিন্ন মনে হয়েছে। বিশেষ করে প্রথম দিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে হওয়ায় তিনি বেশ নার্ভাস ছিলেন। তবে সাবিলা বলেন, শাকিব খানের কারণেই তার এই নার্ভাসনেস দ্রুত দূর হয়ে যায়।
ব্যক্তিগত জীবনে নিরিবিলি পরিবেশে কাজ করতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানকেও সেটে তিনি তেমনই দেখেছেন বলে জানান। সাবিলা বলেন, উনি সেটে নিজের মতো করে থাকেন। সিন কী হবে- সেটা নিয়ে চিন্তা করেন।
লিচুর বাগানে শাকিব-সাবিলার ‘তাণ্ডব’
তিনি যোগ করেন, পরিচালক রায়হান রাফী যখন ‘অ্যাকশন’ বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। সেটে যতক্ষণ থাকেন, তিনি যে বড় তারকা, সেটা কাউকে বুঝতে দেন না।
শাকিবের কাজের প্রতি একাগ্রতাও সাবিলাকে মুগ্ধ করেছে। সাবিলা জানান, সেটে সারাক্ষণ শাকিব খান সিনেমার গল্প ও চরিত্র নিয়ে ভাবেন। তার কাছে মনে হয়েছে, শাকিব খান যেন সবসময় আরও ভালো কাজ করতে চান। এই ব্যাপারটা সবসময় তার মধ্যে বিদ্যমান। শাকিবের এই ডেডিকেশন দেখে তিনি নিজেও অনুপ্রাণিত হয়েছেন এবং চান তার মধ্যেও যেন এই বিষয়টি থাকে।
উল্লেখ্য, গত সোমবার ‘তাণ্ডব’ সিনেমার প্রথম গান ‘লিচুর বাগানে’ প্রকাশ পেয়েছে। এই গানে শাকিব ও সাবিলাকে নতুন রূপে দেখা গেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বানু।
রায়হান রাফির পরিচালনায় নির্মিতব্য এই ছবিটিতে শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। এছাড়াও শোনা যাচ্ছে, আফরান নিশো ও সিয়ামকে এই ছবিতে প্রায় ৪৫ সেকেন্ডের ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।
স্বাআলো/এস