নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
শুক্রবার (৩ মে) চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ মাঠে তিনি মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন।
প্রধান বক্তা ছিলেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল।
রওশন আলীসহ যশোরের বর্ষীয়ান নেতাদের কবর জিয়ারত করলেন বিপুল
চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মনি, লাভলু চাকলাদার, চুড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহবুব হাসান রানু, চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির হোসেন দ্বারা, যুগ্ম-আহবায়ক মামুন হোসেন, যুগ্ম-আহবায়ক সুমন হোসেন, ইউপি সদস্য তহিদুল ইসলাম, দিপু চাকলাদার, মোস্তফা, বিএম ফিরোজ, আব্দুল মান্নান, আনিচুর রহমান, রওশন আলী, গিয়াস উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, মনোয়ারা খাতুন, রেশমা বেগম, চুড়ামনকাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দিপু, ইউনিয়ন যুবলীগের সদস্য সবুজ হোসেন, মঞ্জুর হাসান লিপু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল্লাহ, কুতুব উদ্দিন, আব্দুল আলিম, মোহাম্মদ লাল্টু, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর রকসি ও ছাত্রলীগ নেতা হাসিবুজ্জামান।
যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মনোনয়নপত্র জমা
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ডিজিটাল ও স্মার্ট সোনার বাংলা গড়া। সেই জন্য তরুণদের বড় ভূমিকা পালন করতে হবে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল তরুণ, স্মার্ট, উচ্চ শিক্ষিত। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে সদর হবে স্মার্ট ও ডিজিটাল উপজেলা। ঘরে বসেই উপজেলাবাসী বিভিন্ন ধরনের সেবা পাবেন। শেখ হাসিনার প্রতিটি ভিশন ও মিশন তার পক্ষে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব। তাই প্রতিটি সাধারণ নাগরিককে ঐক্যবদ্ধভাবে আনোয়ার হোসেন বিপুলকে ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প নেই।
স্বাআলো/এস