Uncategorized

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত

| March 17, 2024

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) ঐতিহাসিক নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পক্ষে বাবা মাশরুর রেজা কুটিল, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামানসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া জাতীয় শিশু দিবসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী আর্দশের উপর আলোচনা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমিরর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজনে করে। এ দিবসে শহরের বিভিন্ন স্থানে জেলা তথ্য অফিস বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

স্বাআলো/এসআর/এস

Debu Mallick