মহাসড়কে সবজি ঢেলে অবরোধের প্রতিবাদ কৃষকদের

পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় মহাসড়কে সবজি ঢেলে অবরোধ প্রত্যাহারের দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির ব্যানারে পাবনা-রাজশাহী মহাসড়কে ঈশ্বরদী উপজেলার মুলাডুলির এ কর্মসূচি পালন করা হয়।

পরে তারা সমাবেশ করেছেন।

এতে কৃষক নেতারা বলেন, আমরা সাধারণ কৃষক, রাজনীতি বুঝি না। রাজনৈতিক ঝামেলায় বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। প্রতিদিন লাখ লাখ টাকার শাকসবজি নষ্ট হচ্ছে। কৃষকদের স্বার্থে অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে হবে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানাচ্ছি রাজনৈতিক দলগুলোকে। উৎপাদিত ফসল এভাবে নষ্ট হলে আমাদের সংচার চালাতে কষ্ট হয়।

সমাবেশে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজ বলেন, কৃষকরা কোনো দলের নয়, রাজনীতি করে না। আমরা সবজি উৎপাদন করি। কিন্তু সেই সবজি বিক্রি করতে পারছি না। গাড়িতে আগুন দেয়া হচ্ছে। এজন্য কেউ শাকসবজি বহন করছে না। ব্যাপারীরা আসছে না। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অবিলম্বে হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক রেজাউল করিম রেজা, সহসভাপতি বেলি বেগম ও মৎসজীবী হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...