নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত বছর পর যশোর জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা বিএনপির নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে বেশ কয়েকটি উপজেলা সম্মেলন সম্পন্ন করেছে দলটি, এবং সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে।
যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, আমরা ইতোমধ্যে উপজেলা পর্যায়ের কমিটি গঠন প্রায় সম্পন্ন করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদের আগ্রাসনমুক্ত বাংলাদেশে এবারের সম্মেলন হতে যাচ্ছে। ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবের আমেজ চলে এসেছে। আশা করছি একটা জমকালো সম্মেলন হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ মে মেয়াদোত্তীর্ণের ১০ বছর পর জেলা বিএনপির পুরনো কমিটি ভেঙে দিয়ে ৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক হিসেবে দায়িত্ব পান বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম এবং সদস্য সচিব করা হয় অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ থাকলেও দীর্ঘ সাত বছরেও তা হয়নি।
দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় ধরে সম্মেলন না হওয়ায় পদপ্রত্যাশী নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিলো। বিগত সময়ে রাজনৈতিক দমন-পীড়ন ও হামলা-মামলার কারণে অনেক নেতাকর্মী দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। তবে গত ৫ আগস্টের পর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে এবং তারা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, এক সময় যশোর শহরকেন্দ্রিক বিএনপির কার্যক্রম থাকলেও তৃণমূল পর্যায়ে সংগঠনের দুর্বলতা দেখা যায়। ৫ আগস্টের পর বিভিন্ন এলাকায় দলীয় কোন্দল প্রকাশ্যে চলে আসে। আওয়ামী লীগ সরকারের দমননীতি ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নেতাকর্মী দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতেন, তবে বর্তমান পরিস্থিতিতে তারা পুনরায় সক্রিয় হচ্ছেন।
দলটির একাধিক নেতা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের কাজ শুরু করেছে। উপজেলার আহবায়ক কমিটিগুলো ভেঙে নতুন কমিটি গঠন করা হচ্ছে, যা ভোটের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমকে শক্তিশালী করতেই নতুন কমিটি গঠন করা হচ্ছে।
আগামী ২২ ফেব্রুয়ারির জেলা সম্মেলনে সভাপতি পদে অধ্যাপক নার্গিস বেগমের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও মিজানুর রহমান খানের নাম শোনা যাচ্ছে। সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের নাম আলোচনায় রয়েছে, যিনি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্বাআলো/এস