মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।
পরে ইসলাম ও গীতা ধর্ম পাঠের মধ্য দিয়ে গত ১৫ বছরে আ.লীগ সরকারের শাসনামলে হত্যার শিকার বিএনপি ও ছাত্র জনতার আতার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়।
শার্শা উপজেলা বিএনপির আহবাহক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,যশোর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল ইসলাম সাবু,যুগ্ম আহবাহক দেলোয়ার হোসেন খোকন, সাবেক বিএনপির কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
সম্মেলনে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জান লিটন ও আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, শার্শার বিএনপি কর্মীরা আ.লীগের হিংসাত্বক মামলায় ১৫ বছর ঘরে থাকতে পারেনি। নির্যাতনের ভয়ে বাইরের এলাকায় থেকে ভ্যান, রিকশা চালাতে হয়েছে। কেবল শার্শার একটি ইউনিয়নে বিএনপি পরিবারে ১১ জনকে হত্যা করা হয়েছে। এরপরও আমরা প্রতিশোধ নেয়নি। আগামীতে শার্শা উপজেলা বিএনপির নতুন কমিটি দায়িত্বশীল হয়ে দেশ ও দলের জন্য কাজ প্রত্যাশা রাখেন।
এদিকে দীর্ঘ ২২ বছর পর উপজেলা বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে সর্বত্রই ছিলো উৎসবের আমেজ। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রং-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে।
স্বাআলো/এস