খুলনা বিভাগ

নড়াইল জেলা বিএনপির সম্মেলন: সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল

| February 16, 2025

জেলা প্রতিনিধি, নড়াইল: দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে ইজাজুল হাসান বাবু নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মলেনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় ধাপে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান ফল ঘোষণা করেন।

এ সময় বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর পেয়েছেন ৪৫ ভোট তার নিকটতম প্রতিদ্বদ্ধী জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ২৩৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম পেয়েছেন ৪৩৬ ভোট তার নিকটতম প্রতিদ্বদ্ধী শাহরিয়ার রিজভী জজ পেয়েছেন ২৬৩ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ইজাজুল হাসান বাবু পেয়েছেন ২৯৭ ভোট নিকটতম প্রতিদ্বদ্ধী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল পেয়েছেন ২৭২ ভোট।

জেলার মোট চারটি থানা ও ৩টি পৌরসভার মোট সাতটি ইউনিটের মোট কাউন্সিলর ছিলেন ৭০৭ জন।

সম্মেলনে সভাপতি পদে জন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্ধীতা করেন।

তারা হলেন- সভাপতি পদে জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও জেলা কমিটির বর্তমান সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক পদে জেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাক শাহরিয়ার রিজভী জর্জ ও কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে মাহবুব মোর্শেদ জাপল, ইজাজুল হাসান বাবু, টিপু সুলতান এবং এস এম ফেরদৌস।

প্রসঙ্গত, ২০০৯ সালের নভেম্বরে জেলা বিএনপির সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্বাআলো/এস

Shadhin Alo